নিউজ ডেস্ক : আর কিছুদিন পরই মুক্তি পেতে যাচ্ছে ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত চলচ্চিত্র ‘মুখোশ মানুষ’। এতে অভিনয় করেছেন হিল্লোল, কল্যাণ ও নওশীন। সম্প্রতি ছবির প্রচারের অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে ১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে ট্রেলার। যাতে দেখা গেছে টানটান উত্তেজনা ও বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য। সেখানে এই তিন তারকার উপস্থিতি ও রোমান্স বেশ উষ্ণতা ছড়িয়েছে। ফলে ছবিটি নিয়ে উঠেছে বিতর্কও।
এই বিষয়ে ছবির নায়িকা নওশীনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘মুখোশ মানুষ’ এ বিতর্কিত কিছু নেই যতটুকু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে তা গল্পের প্রয়োজনেই। আর ট্রেলারেও এমন কিছু দেখানো হয়নি যা বিতর্কের জন্ম দেবে। তবুও যারা বিতর্ক তুলছেন তাদের বলব মুক্তির পর আগে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন তারপর ছবিটি সম্পর্কে মন্তব্য করুন।
সাইবার ক্রাইম নিয়ে নির্মিত সিনেমাটির বিষয়বস্তু হচ্ছে সাইবার ক্রাইমকে না বলুন। তাই সাইবার জগতে অপরাধগুলোর নেতিবাচক দিক নিয়ে তৈরি হয়েছে ছবিটি। এর আগে কয়েক দফায় মুক্তির সিদ্ধান্ত নিলেও নানা কারণে আটকে যায় ছবিটির মুক্তি।
ছবিটির ট্রেলার দেখুন নিচের লিংকে ক্লিক করে
Be the first to comment on "অন্তরঙ্গ দৃশ্য গল্পের প্রয়োজনেই : নওশীন"