নিউজ ডেস্ক : লা লিগায় গুরুত্বপূর্ণ ম্যাচে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল খেলবে স্পোর্টিংয়ের বিরুদ্ধে। বার্সা খেলবে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। দু’দলের দুই তারকা, লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যাচের ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ অন্য মেজাজে ধরা দিলেন।
অ্যাডিডাসের নতুন বুট জোড়া পরেই এবার মাঠে নামবেন মেসি। ‘রেড লিমিট মেসি সিক্সটিন’ নামের বিশেষ ফিতা-হীন বুট পরেই খেলবেন ।
এদিকে মেসি যেমন জুতো নিয়ে মাতলেন ঠিক তেমনই সিআর সেভেন ব্লেজার আর মানানসই পোশাক পরেই ইনস্টাগ্রামে ছবি দিলেন। এই মুহূর্তে লিগ শীর্ষে রয়েছে রিয়াল। ১২ ম্যাচে ৩০ পয়েন্ট তাদের। বার্সার রয়েছে ১২ ম্যাচে ২৬ পয়েন্ট।
Be the first to comment on "অন্য মেজাজে মেসি-রোনালদো"