নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমা এলাকার শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো টিম ‘অপারেশন টোয়াইলাইট’ চলছে। সোমবার সকাল থেকেই থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
শনিবার সকাল থেকে আতিয়া মহলে অভিযান শুরু করে সেনা-কমান্ডোরা। বাড়ির ভেতর ব্যাপক পরিমাণে বিস্ফোরক থাকায় অভিযান ধীর গতিতে চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অভিযানে এখন পর্যন্ত দুজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
রবিবার বিকালে দ্বিতীয় দফা সংবাদ সম্মলনে ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান, ‘আমরা রকেট লাঞ্চার দিয়ে ছিদ্র করে তারপর সেখান দিয়ে টিয়ারসেল ছোড়ার পর তাদের জন্য ভেতরে থাকা কঠিন হয়েছিল। এখন পর্যন্ত ২ জন জঙ্গি নিহত হয়েছে। দু’জনই পুরুষ সদস্য। ’
তিনি বলেন, ‘এখনও এক বা একাধিক জঙ্গি ভেতরে আছে। আমাদের কেউ আহত হননি। আশা করেছিলাম আজ (রবিবার) শেষ হবে, কিন্তু আজ শেষ হচ্ছে না। অভিযান সার্বক্ষণিক চলবে। এলাকাটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ’
এর আগে শনিবার সেনাবাহিনীর প্রথম সংবাদ সম্মেলন করার সময় দুই দফা বিস্ফোরণ হয় এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হয়েছেন।
Be the first to comment on "‘অপারেশন টোয়াইলাইট’ চলছে"