নিউজ ডেস্ক : অবশেষে সাহিত্যে নিজের নোবেল পুরস্কার নিতে রাজি হলেন বব ডিলান। এই সপ্তাহের শেষেই দু’টি কনসার্টে যোগ দিতে স্টকহলমে যাচ্ছেন তিনি। তখনই তাঁকে পদক হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সুইডিশ নোবেল অ্যাকাডেমি।
গত বছর অক্টোবরে বিশ্বকে চমকে দিয়ে সাহিত্যে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় রকগায়ক বব ডিলানকে। অ্যাকাডেমির ঘোষণায় বলা হয়, আমেরিকার মহান গীতি-ঐতিহ্যের ধারায় নতুন কাব্যিক চিন্তাভাবনাকে ব্যক্ত করতে পেরেছেন বলেই বব ডিলানকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।
অ্যাকাডেমি এই ব্যাখ্যা দিলেও, অনেকেরই ভ্রুকুঞ্চনের কারণ হয় তাদের এই সিদ্ধান্ত। গানের লিরিক কি সাহিত্য হতে পারে, প্রশ্ন ওঠে তা নিয়ে। কবিতার জন্য ১৯২৩ সালে নোবেল পেয়েছিলেন উইলিয়াম বাটলার ইয়েটস। তাঁরও আগে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন ‘গীতাঞ্জলি’র জন্য। কিন্তু কোনো গায়ক এ যাবত নোবেল সম্মানে ভূষিত হননি।
যদিও বব ডিলানের লেখা ছিল যথেষ্ট সাহিত্যগন্ধী। ঠিক যেমন কানাডীয় কবি, সুরকার ও গায়ক লেনার্ড কোহেন ছিলেন ফেডারিকো গার্সিয়া লোরকার ভাবশিষ্য। বিশ্বব্যাপী নিন্দুকদের সমালোচনার ঝড়ের মধ্যে এই কোহেনই অবশ্য বব ডিলানের নোবেল প্রাপ্তিতে খুশি হয়ে বলেছিলেন, এ যেন মাউন্ট এভারেস্টের শিখরে একটি পিন পুঁতে রেখে লিখে দেওয়া, হে পর্বতশৃঙ্গ, তুমিই উচ্চতম। ’
নোবেল প্রাপ্তির পর থেকেই অবশ্য নিদারুণ নিস্পৃহতা দেখিয়ে গিয়েছেন বব ডিলান। পুরস্কার নিতে যাননি, যদিও লন্ডন টেলিগ্রাফকে দেওয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সবিনয়ে নিজের সাহিত্যে নোবেল পুরস্কারের প্রাপ্তিস্বীকার করেছিলেন। তবে সব কল্পনার অবসান ঘটিয়ে গত বুধবার সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে জানানো হয়, ডিলানের কথামতোই খুব ছিমছাম একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্টকহলমে দু’টি ব্যক্তিগত কনসার্টের ফাঁকেই ৭৫ বছর বয়স্ক সুরসম্রাট ডিলানের সঙ্গে দেখা হবে অ্যাকাডেমি কর্তৃপক্ষের। যদিও, ডিলান নিজে পুরস্কার গ্রহণ করে কোনো বক্তৃতা করবেন না, শুধু আবার পাঠিয়ে দেবেন নিজের বক্তব্যের একটি অডিও টেপ।
সূত্র: আজকাল
Be the first to comment on "অবশেষে নোবেল নিতে রাজি হলেন ডিলান"