নিউজ ডেস্ক॥ অনার্সে ভর্তি ইচ্ছুুক মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান হিমু। মঙ্গলবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় মেধাবী শিক্ষার্থী তানহা ইসলামের হাতে অনার্সে ভর্তির টাকা তুলে দেন গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বরুণ কুমার বিশ্বাস। আর্থিক সহযোগিতা পেয়ে হাসি ফোঁটে তানহা ইসলামের মুখে।
তানহা জানান, তিন ভাইবোনের সংসারে বাবার আর্থিক অস্বচ্ছলতার কারণে অনার্সে ভর্তির আশা ছেড়ে দিয়েছিলেন তিনি। বিষয়টি পরিচিত এক সংবাদিককে জানান তানহা। পরবর্তীতে ওই সাংবাদিক শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান হিমুকে জানালে তিনি (হিমু) তানহার পাশে দাঁড়ান। অনার্স প্রথমবর্ষে ভর্তির জন্য ৫ হাজার টাকা দিয়েছেন তিনি। এ টাকা পেয়ে তানহা ইসলাম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে বাংলা বিষয়ে অনার্স প্রথমবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। তানহা এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মানবিক শাখায় এ- পেয়ে উত্তীর্ণ হয়। ছোট ভাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পাসের পর বড় বোনের বিয়ে হয়েছে। তানহার বাড়ি নড়াইলের লোহাগড়ায়। শিক্ষা উপ-বৃত্তির টাকা জমিয়ে এসএসসি ও এইচএসসিতে পড়ালেখা করেছে তানহা।
এ ব্যাপারে গোপালগঞ্জের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের সাবেক অধ্যক্ষ নড়াইলের কুড়িগ্রাম এলাকার বাসিন্দা বরুণ কুমার বিশ্বাস বলেন, শিক্ষাপ্রেমী আমিনুর রহমান হিমু অসাধারণ মানসিকতার পরিচয় দিয়েছেন। অদম্য মেধাবী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তার পড়ালেখার পথ সুগম করে দিয়েছেন তিনি। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য হিমুর মতো ব্যক্তিরা এগিয়ে আসলে আমাদের সমাজের কেউ পিছিয়ে পড়বে না। এ সময় তানহাকে ভালো করে লেখাপড়া করে ‘মানুষের মতো মানুষ’ হওয়ার আহবান জানান শিক্ষাবিদ বরুণ কুমার বিশ্বাস।
শেখ আমিনুর রহমান হিমু বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। যে দেশ যত শিক্ষিত, সে দেশ তত উন্নত। এ লক্ষ্যে নড়াইল ও লোহাগড়ায় কাজ করে যাচ্ছি।
অসহায় শিক্ষার্থীর পাশে আমিনুর রহমান হিমু

Be the first to comment on "অসহায় শিক্ষার্থীর পাশে আমিনুর রহমান হিমু"