শিরোনাম

আইফোন ৭ আসছে ৭ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক : অ্যাপলের আইফোন প্রেমীদের জন্য সুখবর। ৭ সেপ্টেম্বর আসছে অ্যাপলের পরবর্তী প্রজেন্মর আইফোন ৭। নতুন আইফোন কি কি চমক থাকছে এখনো তা জানা যায়নি। তবে এটা নিশ্চিত যে আইফোন ৭ এ থাকবে নিত্য নতুন অনেক ফিচার। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন আইফোনে সফটওয়্যার, ক্যামেরা থেকে প্রসেসিং স্পিড-এ চমক দিতে পারে সংস্থা। প্রতিবারের মতো এবারও পরিবারের নতুন সদস্যকে ঘিরে আগ্রহ তুঙ্গে অ্যাপলপ্রেমীদের।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আইফোন ৭ আসছে ৭ সেপ্টেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*