শিরোনাম

আইসিসি এর সিদ্ধান্তে ক্লার্কের টুইট

নিউজ ডেস্ক : বেজায় অবাক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের চোখ কপালে তুলে দিয়েছে আইসিসি।
আইসিসি মনোনীত বছরের সেরা টেস্ট দলে স্টিভেন স্মিথ ও বিরাট কোহলির জায়গা না পাওয়াটাই এর কারণ।
টুইটার বার্তায় ক্লার্ক লিখেছেন, ‘আমি ঠিক দেখছি তো? ২০১৬-‌র আই সি সি টিমে কোহলি নেই? স্মিথেরও জায়গা হয়নি? বিশ্বের সেরা দুজন ব্যাটসম্যান ছাড়া বর্ষসেরা দল হয়? হওয়া সম্ভব?’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আইসিসি এর সিদ্ধান্তে ক্লার্কের টুইট"

Leave a comment

Your email address will not be published.


*