নিউজ ডেস্ক : বেজায় অবাক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কের চোখ কপালে তুলে দিয়েছে আইসিসি।
আইসিসি মনোনীত বছরের সেরা টেস্ট দলে স্টিভেন স্মিথ ও বিরাট কোহলির জায়গা না পাওয়াটাই এর কারণ।
টুইটার বার্তায় ক্লার্ক লিখেছেন, ‘আমি ঠিক দেখছি তো? ২০১৬-র আই সি সি টিমে কোহলি নেই? স্মিথেরও জায়গা হয়নি? বিশ্বের সেরা দুজন ব্যাটসম্যান ছাড়া বর্ষসেরা দল হয়? হওয়া সম্ভব?’
আইসিসি এর সিদ্ধান্তে ক্লার্কের টুইট

Be the first to comment on "আইসিসি এর সিদ্ধান্তে ক্লার্কের টুইট"