শিরোনাম

আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত রোববার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র জানায়, এদিন কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর ইঙ্গিত দিয়ে বক্তব্য রেখেছন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

এর আগেও এক দফা সম্মেলনের তারিখ পেছানো হয়। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে, তা পিছিয়ে দেয়া হয়।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত রোববার"

Leave a comment

Your email address will not be published.


*