নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কাউন্সিল নিয়ে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। সূত্র জানায়, এদিন কার্যনির্বাহী সংসদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২৮ মার্চ সম্মেলনের দিন নির্ধারণ করা হয়েছিলো। কিন্তু ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে এ সম্মেলন পেছানোর ইঙ্গিত দিয়ে বক্তব্য রেখেছন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এর আগেও এক দফা সম্মেলনের তারিখ পেছানো হয়। গত বছরের ডিসেম্বরে জাতীয় কাউন্সিল করার সিদ্ধান্ত থাকলেও পৌরসভা নির্বাচনের কারণে, তা পিছিয়ে দেয়া হয়।
Be the first to comment on "আওয়ামী লীগের কাউন্সিলের বিষয়ে সিদ্ধান্ত রোববার"