আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

নিউজ ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শনিবার আয়োজন করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ১৩ লাখ শিশুকে একটি করে ভিটামিন `এ` ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন একযোগে সারাদেশের এক লাখ ২০ হাজার স্থায়ী এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে  বিকেল ৪টা পর্যন্ত লবে। এ সময়ের মধ্যে শিশুদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার।

ভিটামিন `এ` ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরা পেটে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান (আইপিএইচএন) এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন"

Leave a comment

Your email address will not be published.


*