শিরোনাম

আজ থেকে শুরু ইউরোর নকআউট পর্ব

নিউজ ডেস্ক : ফ্রান্সে চলমান ১৫তম উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো অর্থাৎ নকআউট পর্বের খেলা আজ থেকে শুরু হচ্ছে। যে  ১৬টি দল শেষ ষোলোতে পৌঁছেছে সেগুলো হলো সুইজারল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ক্রোয়েশিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, ইংল্যান্ড, পোল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, পর্তুগাল, রিপাবলিক অব আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, বেলজিয়াম, স্পেন ও অাইসল্যান্ড।

আজ শেষ ষোলোর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও পোল্যান্ড। স্থানীয় সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে। স্থানীয় সময় ৫টায় শুরু হবে ম্যাচটি। আর দিনের শেষ ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও পর্তুগাল। স্থানীয় সময় রাত ১০ টায় শুরু হবে আজকের সম্ভাব্য সবচেয়ে উত্তেজনাপূর্ণ এ ম্যাচ।

নকঅাউট পর্বে বাকি দলগুলোর মধ্যে আয়োজক ফ্রান্স খেলবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে, জার্মানি স্লোভাকিয়ার বিপক্ষে, হাঙ্গেরি বেলজিয়ামের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ইতালির বিপক্ষে এবং ইংল্যান্ড অাইসল্যান্ডের বিপক্ষে। ২৭ জুন পর্যন্ত নকঅাউট পর্বের খেলা। এরপর ৩০ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলো। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল শেষে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল।

উল্লেখ্য, উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।  টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ২টি আসরেই জয় পেয়েছে দলটি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আজ থেকে শুরু ইউরোর নকআউট পর্ব"

Leave a comment

Your email address will not be published.


*