শিরোনাম

আটকে গেল ডেসটিনির দুই কর্তার জামিন

নিজস্ব প্রতিবেদক : মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের জামিন ১১ অগাস্ট পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ।

তাদের দুজনকে হাই কোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে দুর্নীতি দমন কশিমনের (দুদক) করা আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

আপিল বিভাগের এই আদেশের ফলে রফিকুল আমীন ও মোহাম্মদ হোসেন আপাতত মুক্তি পাচ্ছেন না বলে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানিয়েছেন।

তিনি জানান, জামিন ১১ অগাস্ট পর্যন্ত স্থগিত করে ওই সময়ের মধ্যে নিয়মিত লিভ টু আপিল করতে বলেছে আপিল বিভাগ। ওই দিন বিষয়টি আবার আদালতের তালিকায় আসবে।

ডেসটিনির দুই কর্মকর্তার পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

 

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আটকে গেল ডেসটিনির দুই কর্তার জামিন"

Leave a comment

Your email address will not be published.


*