নিউজ ডেস্ক : ঢাকার পল্লবীতে মোবাইল ফোনের জন্য মো. আনিস নামের ২২ বছর বয়সী এক তরুণকে হত্যার দায়ে দুই জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। আজ বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরকার তিন বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
দুই আসামির মধ্যে শমসের রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি লালু শুরু থেকেই পলাতক। সর্বোচ্চ সাজার আদেশের পাশাপাশি দুই আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি পল্লবীতে আনিসকে গলা কেটে হত্যা করা হয়। স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করতেন আনিস। তার বাড়ি চাঁদপুরের হবিগঞ্জে। হত্যাককাণ্ডের পরদিন তার ভাই মো. ফারুক পল্লবী থানায় এই মামলা দায়ের করেন।
আনিস হত্যা মামলায় দুই জনের ফাঁসি

Be the first to comment on "আনিস হত্যা মামলায় দুই জনের ফাঁসি"