শিরোনাম

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির

স্পোর্টস ডেস্ক : যার পায়ে ২৩ বছরের শিরোপা-খরা ঘোচানোর স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা সেই লিওনেল মেসি কোপা আমেরিকার ফাইনালে আজ আবারও হতাশ করেছেন আর্জেন্টিনার সমর্থকদের। আর তাই দীর্ঘ শিরোপা খরার যন্ত্রণায় সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন মেসি।
মেসি ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল দেশের হয়ে ঠিক ততটাই ম্লান। বার্সেলোনার হয়ে এমন কোন শিরোপা নেই যা ঘরে তোলেননি এই ফুটবল জাদুকর। পাঁচটি ব্যালন ডি`অর, যুব বিশ্বকাপ, অলিম্পিক শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ক্লাব বিশ্বকাপ কি জিতেননি তিনি! কিন্তু জাতীয় দলের হয়ে ঝুলিতে কোনও শিরোপা নেই। আজ সোমবার কোপা আমেরিকার ফাইনালে চিলির সঙ্গে হেরে হঠাৎ অবসরের ঘোষণা দেন এই ফুটবল জাদুকর।
ম্যাচ পরবর্তী সাক্ষাৎকরে মেসি বলেন, `জাতীয় দলের হয়ে আমার সময় শেষ। আমি ও আমার দল জোর চেষ্টা করেছি একটা ট্রফি জেতার জন্য। আমাদের সমর্থকদের জন্য এটা জিততে চেয়েছিলাম। কিন্তু দেশের জন্য কোনও ট্রফি এনে দিতে পারিনি আমরা।`
জাতীয় দলের হয়ে ১১৩ ম্যাচ খেলে মেসি গোল করেছেন ৫৫টি। গাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে বার্সেলোনার ফরোয়ার্ডই এখন দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের জার্সি গায়ে তিনটি কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন মেসি। বিশ্বকাপ ফুটবলে দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। যদিও চার চারটি হতাশায় সঙ্গী হয়েছে তার। আধুনিক ফুটবলের শিল্পী লিওনেল মেসির আন্তর্জাতিক বিদায় মঞ্চটা তাই বিষাদেই ঢাকা পড়ে রইল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা মেসির"

Leave a comment

Your email address will not be published.


*