শিরোনাম

আরিচা সড়কে অবরোধ, বিক্ষোভ

নিউজ ডেস্ক: সোহাগী জাহান তনু ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর খুনি শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির জানান, সোমবার সকাল ৬টা থেকে শিক্ষার্থীরা বেশ কয়েক দফা মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।

সকাল ৮টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

“কিছু শিক্ষার্থী আগুন জ্বালিয়ে অবরোধ করে গাড়ি ভাংচুরের চেষ্টা করে । পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে।”

এ সময় অন্তত পাঁচজন আহত হন।ঘটনাস্থল থেকে আটজনকে আটক করা হয় বলে ওসি মহসিনুল কাদির জানান।

অবশ্য শিক্ষার্থীরা বলছেন, ছাত্র ইউনিয়নের সাত নেতাকর্মীসহ ১৪ জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার বলেন, “আমরা একজনকে আটকের বিষয়টি শুনেছি, ছাড়িয়ে আনতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী তনু গত ২০ মার্চ ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার মধ্যে খুন হন। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশের ধারণা।

তনুর খুনিদের গ্রেপ্তারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোট এবং সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সোমবার সারা দেশে আধাবেলা হরতাল করার ঘোষণা দেয়।

এর অংশ হিসেবে জাহাঙ্গীরনগরের বাম সংগঠনগুলো সকাল থেকে তাদের কর্মসূচি শুরু করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তারের দাবিও তারা এর সঙ্গে যুক্ত করে নেন।

গত শনিবার সকালে নিজের বাড়ি থেকে মাত্র ৫০ গজ দূরে কুপিয়ে হত্যা করা হয় ইংরেজি বিভাগের এই শিক্ষককে। এ ঘটনায় জঙ্গি গোষ্ঠীর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ।

আশুলিয়ার ওসি মহসিনুল কাদির জানান, শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর সকাল ৯টার দিকে যান চলাচল শুরু হলেও এক ঘণ্টার অবরোধে ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়েছে।

শিক্ষার্থীরা ক্যাম্পসের ভিতরে মিছিল ও সমাবেশ করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "আরিচা সড়কে অবরোধ, বিক্ষোভ"

Leave a comment

Your email address will not be published.


*