শিরোনাম

আলভেসের ইনজুরি গুরুতর নয়

নিউজ ডেস্ক : রবিবার সিরি-আ লিগে জেনোয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েছেন জুভেন্টাসের ব্রাজিলিয়ান ফুল-ব্যাক ড্যানি আলভেস। বাম পায়ের ফিবুলায় চিড় ধরলেও ইনজুরি ততটা গুরুতর নয় বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইতালিয়ান চ্যাম্পিয়নরা অবশ্য ম্যাচে ৩-১ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। জেনোয়ার উইঙ্গার লুকাস ওকামপোসের চ্যালেঞ্জের মুখে আলভেস ইনজুরিতে পড়লে ম্যাচ শেষের ১৪ মিনিট আগে তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যাওয়া হয়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ৩৩ বছর বয়সী আলভেসের ইনজুরি নিয়ে শঙ্কা প্রকাশ করে বলা হয়েছিল পরবর্তী পরীক্ষা নিরীক্ষায় ইনজুরির মাত্রা নির্নয় করা হবে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পরবর্তীতে আলভেস ইনজুরির মাত্রা গুরুতর নয় বলেই ইঙ্গিত দিয়েছেন। ইন্সটাগ্রামে এ ব্যপারে তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন “বন্ধু ও পরিবারকে আশ্বস্ত করে বলতে চাই যে ইনজুরি ততটা গুরুতর নয়। খুব শিগগিরই আমি ফিরে আসবো। আমাকে সহযোগিতা করার জন্য সকলকে ধন্যবাদ।”

চলতি মৌসুমে আলভেস আটটি সিরি-আ ম্যাচে অংশ নিয়ে একটি গোল করেছেন। ১৪ ম্যাচ শেষে চার পয়েন্ট এগিয়ে লীগ টেবিলের শীর্ষে রয়েছে জুভেন্টাস।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আলভেসের ইনজুরি গুরুতর নয়"

Leave a comment

Your email address will not be published.


*