শিরোনাম

আ’লীগ নেতা-কর্মীদের অবৈধভাবে দেয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে ভোট ডাকাতির কাজে : হান্নান শাহ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র সিনিয়র নেতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবৈধভাবে দেয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে ভোট ডাকাতির কাজে। ইতোমধ্যে প্রমাণিত হয়েছে, দেশে ভোট ডাকাত কারা? তারা ধানের শীষ ও জনগণের ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ সরকারের কৃপায় আমরা ভোট ডাকাতির নতুন নিয়ম দেখেছি। আগে ভোট জালিয়াতি হতো দিনের বেলায় সিল মারার মাধ্যমে আর এখন দেখা যাচ্ছে আগের রাতেই ব্যালট বাক্স ভরে ভোট করা হচ্ছে। এটিও এ সরকারের একটি উপহার।

বিএনপি চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বর্জন করলে বাকি ধাপগুলোতেতে আওয়ামী লীগের পোয়াবারো হবে বলেও মন্তব্য করেন দলটির সিনিয়র এই নেতা। তিনি বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলে সরকার আইন-শৃংখলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে বলবে, আগের (দুই ধাপের নির্বাচনে যত গন্ডগোল ও সহিংসতা হয়েছে সেগুলো বিএনপি করেছে। আর এখন কতো ভাল নির্বাচন হচ্ছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের রহমাতুল্লাহের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, মোশাররফ হোসেন, খালেদা ইয়াসমিন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "আ’লীগ নেতা-কর্মীদের অবৈধভাবে দেয়া অস্ত্র ব্যবহৃত হচ্ছে ভোট ডাকাতির কাজে : হান্নান শাহ"

Leave a comment

Your email address will not be published.


*