নিউজ ডেস্ক : হংকংয়ে এএইচএফ কাপ হকিতে এখন পর্যন্ত দুর্দান্ত বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের টার্গেট নিয়ে লড়ছে লাল-সবুজরা। বুধবার এই আসরে হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন আশরাফুল ইসলাম। ম্যাকাওকে ১৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ। আর তাও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে।
টানা তৃতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তারা ৪-২ গোলে স্বাগতিক হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে। পরের ম্যাচে একই ব্যবধানে হারায় চাইনিজ-তাইপেকে। ম্যাকাও আগের দুটি ম্যাচে যথাক্রমে ২-০ ও ৫-১ গোলে হারলেও তাদের এভাবে এত বড় ব্যবধানে বিধ্বস্ত হতে হয়নি। যেটি করলো বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক রাসেল মাহমুদ জিমি আগের দিন বলেছিলেন ম্যাকাও আসর থেকে বিদায় নিলেও তাদের হালকা ভাবে নিচ্ছেন না। তার প্রমাণ মেলে হংকংয়ের কিংস পার্ক হকি গ্রাউন্ডে। সেখানে ১১ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করে ফেলেন আশরাফুল। ৪০ ও ৪৮ মিনিটে করেন আরো দুই গোল। এছাড়া সারোয়ার হোসেন করেছেন তিন গোল। রোমান সরকার করেছেন দুটি। গোল উৎসবের ম্যাচে মাইনুল ইসলাম কৌশিক, জুবায়ের হাসান ও খোরশেদুর রহমানের স্টিক থেকে আসে একটি করে গোল।
Be the first to comment on "আশরাফুলের হ্যাটট্রিকে সেমিফাইনালে বাংলাদেশ"