নিউজ ডেস্ক : আড়াইহাজারে অজ্ঞাত এক ব্যক্তির (৩২) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে আড়াইহাজার থানা পুলিশ উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় পানিতে ভাসমান অবস্থায় গলিত লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়।
আড়াইহাজার থানার এসআই বিল্লাল হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ৩-৪দিন আগে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি সেখানে ফেলে যায় হত্যাকারীরা। লাশের পরনে জিন্সের প্যান্ট ও নীল শার্ট পড়া অবস্থায় ছিল।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) সফিউল ইসলাম ঘঁটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং লাশ সনাক্ত ও হত্যার সাথে জড়িতদের খুজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
Be the first to comment on "আড়াইহাজারে অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার"