শিরোনাম

ইরাকের মসুল-সিরিয়ার রাকা শহরে ৩০০ লোক নিহত

নিউজ ডেস্ক : ইরাকের মসুল ও সিরিয়ার রাকা শহরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় তিন শতাধিক বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে শুধু মসুলে গত এক সপ্তাহে অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এ ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে মার্কিন সেনাবাহিনী।

বিবিসির খবরে বলা হয়, ইরাকে নিযুক্ত জাতিসংঘের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দাবি করেছেন, মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় অন্তত ২০০ বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ‘জীবনহানির ভয়াবহ’ এ ঘটনায় নিহতের সংখ্যায় তিনি ‘বিমূঢ়’ হয়ে গেছেন বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা। ইসলামিক স্টেটের (আইএস) দখল থেকে মসুল পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর অভিযানে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলো হামলা চালিয়ে সমর্থন দিচ্ছে।

অন্যদিকে সিএনএন জানিয়েছে, ইরাকের মসুল ছাড়াও সিরিয়ায় রাকা শহরে বিমান হামলায় বহু বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি তদন্ত শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। তবে এ হতাহতের ঘটনা ঠিক কবে ঘটেছে তা জানা যায়নি। পশ্চিম মসুলের জাদিদেহ এলাকায় থাকা সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপ থেকে ৫০টি লাশ টেনে বের করতে দেখেছেন তারা।

২০১৪ থেকে মসুল আইএসের দখলে আছে। ইরাকে জঙ্গিগোষ্ঠীটির এ শেষ শক্তিকেন্দ্রটি পুনরুদ্ধারে কয়েকমাস ধরে ব্যাপক অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। জাতিসংঘের হিসাবে, পশ্চিম মসুলের পুরনো যে অংশটি এখন ইরাকি বাহিনী পুনরুদ্ধার করার চেষ্টা করছে সেখানে চার লাখ ইরাকি বেসামরিক আটকা পড়ে আছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইরাকের মসুল-সিরিয়ার রাকা শহরে ৩০০ লোক নিহত"

Leave a comment

Your email address will not be published.


*