শিরোনাম

ইয়েমেনে গৃহযুদ্ধে ১০ হাজার মানুষের প্রাণহানি

নিউজ ডেস্ক : ইয়েমেনে গৃহযুদ্ধে ১৮ মাসে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে বলে জাতিসংঘের সংশোধিত এক প্রতিবেদনে জানিয়েছে। জাতিসংঘের সংশোধিত এই তালিকায় বলা হয়, এর আগে ৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

তবে নিহতের সংখ্যা আরো অনেক বেশি বলেও জাতিসংঘ জানিয়েছে। আজ বুধবার আলজাজিরা এক খবরে এ তথ্য জানিয়েছে।

দেশটির রাজধানী সানা থেকে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী জেমি ম্যাকগোলড্রিক গতকাল মঙ্গলবার জানা, সংশোধিত তালিকায় নতুন এই সংখ্যা ইয়েমেনের বিভিন্ন দপ্তর ও চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে নেওয়া সরকারি তথ্যের ভিত্তিতে করা হয়েছে।

তিনি আরো বলেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ অনেক এলাকায় এসব চিকিৎসা সুবিধা চালু নেই এবং সরকারিভাবে লিপিবদ্ধের আগেই কবর দেওয়া হচ্ছে।

‘আমরা জানি নিহতের সংখ্যা অনেক বেশি তবে নির্দিষ্ট সংখ্যা কত সেটা জানাতে পারছি না’ বলে জানিয়েছেন জেমি ম্যাকগোলড্রিক।

তিনি বলেন, আমরা দেওয়া নিহতের সংখ্যা সম্ভবত অসম্পূর্ণ কেননা আমরা মৃতের সংখ্যা স্বাস্থ্য সেবা কার্যক্রম থেকেও নিয়েছি। তবে অনেক এলাকায় এই কার্যক্রম চালু নেই।

অনেক মানুষকে মেরে গণনাভুক্ত করার আগেই কবর দেওয়া হচ্ছে। নিহতদের সঠিক সংখ্যা রেকর্ড রাখার কোন উপায় আমাদের হাতে নেই বলেও জেমি ম্যাকগোলড্রিক জানায়।

চলতি বছরে কর্মকর্তা ও এইড গ্রুপ জানিয়েছিল, ইয়েমেনে গৃহযুদ্ধে ৬৫০০ মানুষ মারা গেছে যার বেশিরভাই বেসামরিক নাগরিক।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ইয়েমেনে গৃহযুদ্ধে ১০ হাজার মানুষের প্রাণহানি"

Leave a comment

Your email address will not be published.


*