শিরোনাম

উগান্ডায় সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত

নিউজ ডেস্ক : উগান্ডার পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও এক উপজাতীয় রাজার অনুগত বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়ার মধ্যে সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত হয়েছে। পুলিশ গতকাল এ কথা জানায়।
পুলিশের মুখপাত্র এন্ড্রু ফেলিক্স কাওয়ায়েসি বলেন, শনিবার কাসিস শহরে কয়েকটি সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তা ও ৪১ মিলিশিয়া সদস্য নিহত হয়েছে।
রোয়েনজুরুর রাজকীয় রক্ষী বাহিনীর সঙ্গে সম্পর্কিত যোদ্ধারা টহলরত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা করলে সংঘর্ষ বাঁধে।
কাওয়ায়েসি বলেন, ‘গতকাল উগান্ডার পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল কাসিস শহরে টহল প্রদানকালে রোয়েনজুরুর রয়েল গার্ডসের হামলার শিকার হয়।’
তিনি বলেন, হামলাকারীরা একটি হাতে তৈরি বোমা নিক্ষেপ করে। এটি বিস্ফোরিত হয়ে এক সৈন্য আহত হয়। নিরাপত্তা বাহিনী এর জবাবে আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে। গুলিতে চার হামলাকারী নিহত হয়।
তিনি বলেন, এ ঘটনা সকল স্থানীয় সাব-কাউন্টিতে সংঘর্ষের সূত্রপাত ঘটায়, যা সকাল থেকে রাত পর্যন্ত চলে।
কাওয়ায়েসি বলেন, হামলাকারীরা বন্দুক, বল্লম ও হাতে তৈরি বোমা ব্যবহার করে। হামলাকারীদের সবাই রয়েল গার্ডসের সদস্য ছিল না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "উগান্ডায় সংঘর্ষে অন্তত ৫৫ জন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*