শিরোনাম

উন্নয়ন ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ

নিউজ ডেস্ক : উন্নয়ন ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও ভারত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সাথে আজ তার কার্যালয়ে ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সাক্ষাৎকালে আঞ্চলিক জোট গঠন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে তারা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য বিনিয়োগও পর্যটনে প্রতিবছর ১ মিলিয়নের ও বেশি মানুষ দুই প্রতিবেশী দেশে যাতায়াত করে। এ যাতায়াত আরও সহজে, স্বাচ্ছন্দ্যে এবং সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করতে ভারত ও বাংলাদেশের মাঝে বিমান যোগাযোগ আরও ব্যাপক সম্প্রসারিত হওয়া উচিত।

একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজের বিনির্মাণ ও বিকাশ বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, নিরাপত্তা, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে গুরুত্বপূর্ণ বলে বেঠকে অভিমত প্রকাশ করা হয়।

হাইকমিশনার বলেন, লন্ডনগামী শিলং এর যাত্রীরা সিলেট বিমানবন্দর ব্যবহারের সুযোগ পেলে স্বাচ্ছন্দ্যের সাথে ভ্রমণ করতে পারবেন এ ছাড়াও সিলেট থেকে সরাসরি কক্সবাজার পর্যটন নগরীতে যেতে পারবেন। মন্ত্রী এ ব্যাপারে উদ্যোগের আশ্বাস দেন।

বৈঠকে মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক ও মন্ত্রীর একান্ত সচিব এ টি এম নাসির মিয়া উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "উন্নয়ন ত্বরান্বিত করতে আঞ্চলিক জোট গঠনে গুরুত্বারোপ"

Leave a comment

Your email address will not be published.


*