শিরোনাম

এফবিসিসিআই নির্বাচনে বাধা কাটল

নিউজ ডেস্ক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন-এফবিসিসিআই’র্ নির্বাচন নিয়ে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এফবিসিসিআইয়ের নিয়মিত লিভ টু আপিল শুনানি শেষে বৃহস্পতিবার (৩০ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
এ রায়ের ফলে নির্দিষ্ট সময়ে এফবিসিআইয়ের নির্বাচন অনুষ্ঠানে চূড়ান্ত বাধা কাটল বলে জানিয়েছেন আইনজীবীরা। আগামী ১৪ মে এই নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে।
ময়মনসিংহ চেম্বারের সভাপতির এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাইকোর্ট বেঞ্চ গত ২২ মার্চ দুই মাসের এফবিসিআিইয়ের নির্বাচন স্থগিত করেন।
নিয়ম অনুযায়ী এফবিসিসিআই নির্বাচনে প্রত্যেক বিভাগ থেকে পরিচালক মনোনয়ন করার কথা। কিন্তু নবগঠিত ময়মনসিংহ বিভাগ থেকে কোন পরিচালক মনোনয়ন দেওয়া হয়নি।
এই বাদ পড়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট করেন ময়মনসিংহ চেম্বারের সভাপতি আমিনুল হক। তখন এই রিটের প্রেক্ষিতে আদালত রুল জারি করেন। ময়মনসিংহ অঞ্চল থেকে পরিচালক নিয়োগে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে আপিলে যায় এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের পক্ষে সংগঠনের সভাপতি এ আবেদন করেন। ২৩ মার্চ এ আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে চেম্বার জজ ২৭ মার্চ শুনানির দিন নির্ধারণ করে তা আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন। একইসঙ্গে নির্বাচন কার্যক্রম চলবে বলেও আদেশ দেন চেম্বার বিচারপতি। সে অনুয়ায়ী, আবেদনটি ২৭ মার্চ কার্যতালিকায় আসলে শুনানির জন্য ৩০ মার্চ নতুন দিন ধার্য করেন আপিল বিভাগ।
সে শুনানি শেষ আপিল বেঞ্চ আজ (৩০ মার্চ) হাইকোর্টের রুল খারিজ করে দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী ইমতিয়াজ মইনুল ইসলাম।
গত ১৪ ফেব্রুয়ারি এফবিসিসিআইয়ের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী সংগঠনটির পরিচালক পদে নির্বাচনের লক্ষ্যে ১০ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে। ১৪ মের ভোটে নির্বাচিত পরিচালকরা ১৬ মে অনুষ্ঠিত পর্ষদের বৈঠকে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এফবিসিসিআই নির্বাচনে বাধা কাটল"

Leave a comment

Your email address will not be published.


*