শিরোনাম

এবার দুই তুর্কি সেনাকে ‘জীবন্ত দগ্ধ’ করল আইএস

নিউজ ডেস্ক : ফের প্রকাশ্যে কুখ্যাত জঙ্গি সংগঠন আইএসআইএসের নৃশংস আচরণ। এবার তুরস্কের দুই সেনাকে জীবন্ত দগ্ধ করার ভিডিও প্রকাশ করল তারা।

ভিডিওতে দেখা গেছে, তুর্কি সামরিক বাহিনীর উর্দি পরিহিত দুজনকে একটি খাঁচা থেকে টেনে বের করে বেঁধে ফেলে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সেই ভিডিও জঙ্গি গোষ্ঠীর ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। ১৯ মিনিটের এই ভিডিও ফুটেজটি উত্তর সিরিয়ার আইএস ঘোষিত অলেপ্পো শহরে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।
আততায়ীরা তুর্কি ভাষায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরডোগানকে নিশানা করেছে এবং তুরস্ক জুড়ে ধ্বংসাত্মক কাজ চালানোর কথা বলেছে।
উল্লেখ্য, ২০১৪-র ডিসেম্বরেও সিরিয়ায় আইএসের হাতে ধরা পড়া জর্ডনের যুদ্ধবিমানের পাইলটকে এভাবেই পুড়িয়ে খুন করা হয়েছিল।
গতমাসে ওই দুই তুর্কি সেনাকে আইএস অপহরণ করেছিল। – এবিপি

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এবার দুই তুর্কি সেনাকে ‘জীবন্ত দগ্ধ’ করল আইএস"

Leave a comment

Your email address will not be published.


*