নিউজ ডেস্ক : অভিনয়ে নিজের জাত আগেই চিনিয়েছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষি সিনহা। এবার গান গাইবেন তিনি। তাও কোল্ড প্লে এবং জে জেড–এর মত তারকা শিল্পিদের সঙ্গে, একই মঞ্চে। ১৯ নভেম্বর মুম্বইতে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল ইন্ডিয়া’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানেই গান গাইবেন সোনাক্ষী। কী গান গাইবেন তিনি, তা এখনও জানা যায়নি। তবে তিনি জানিয়েছেন, সংস্থাটি মানুষের উন্নয়নের জন্য কাজ করে। সে কারণেই গান গাইতে রাজি হয়েছেন তিনি।
এবার মঞ্চ মাতাবেন ‘গায়িকা’ সোনাক্ষী

Be the first to comment on "এবার মঞ্চ মাতাবেন ‘গায়িকা’ সোনাক্ষী"