শিরোনাম

এবার ১৯ নারীকে পুড়িয়ে মারল আইএস

নিউজ ডেস্ক : যৌন দাসী হতে রাজি না হওয়ার অপরাধে ১৯ জন নারীকে জ্যান্ত পুড়িয়ে মারল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট। ঘটনাটি ঘটেছে প্রায় দীর্ঘ দু’বছর ধরে আইএসের দখলে থাকা ইরাকের উত্তরে অবস্থিত মাসুল শহরে।

নারীদের উপর আইএস জঙ্গিদের অত্যাচারের ঘটনা নতুন কিছু নয়। মেয়েদের কেবলমাত্র যৌন উপাদান হিসেবে দেখতেই অভ্যস্ত আইএস জঙ্গিরা। যৌনতার জন্য নির্মম অত্যাচার এবং যৌন লালসা চরিতার্থ করার পর আইএসের কবলে থাকা নারীদের বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে আইএস অধ্যুষিত এলাকায়। সেই তালিকায় এবার নবতন সহযোজন হল যৌনদাসী হতে না চাওয়া ১৯ জন ইয়াজিদি নারীকে জ্যান্ত পুড়িয়ে মারার ঘটনা। জানা গেছে, ওই ১৯ জন নারী যৌনকর্মে অংশ নিতে না চাইলে তাঁদের প্রথমে একটি লোহার খাঁচায় বন্দি করা হয়। এরপর আগুন লাগিয়ে দেওয়া হয় সেই খাঁচায়। এই সমগ্র প্রক্রিয়াটিই হয়েছে প্রকাশ্য দিবালোকে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "এবার ১৯ নারীকে পুড়িয়ে মারল আইএস"

Leave a comment

Your email address will not be published.


*