নিউজ ডেস্ক : খালেদা জিয়া সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুম-খুনের জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে আওয়ামী লীগ ও তাদের লোকজন জড়িত।
তাদের ধরলেই সব বেরিয়ে যাবে। বিগত আন্দোলনের সময় আগুন দেয়া, পেট্রলবোমা মেরেছে আওয়ামী লীগ ও প্রশাসনের লোকেরা। অথচ কোনো ঘটনা ঘটলেই বিএনপি-জামায়াত, নইলে অমুক দল তমুক দল জড়িত। এভাবে চলতে পারে না। এর বিহিত করতেই হবে।
মঙ্গলবার রাতে গুলশানের কার্যালয়ে বড় দিন উপলক্ষে খ্রিষ্টান অ্যাসোসিয়েশন আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এ কথা বলেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ বাহবা নিতে চেয়েছিল যে, তাদের অধীন নির্বাচন সুষ্ঠু হয়। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়নি। বাইরে ফিটফাট, ভেতরে ষড়যন্ত্র। ‘আসছে ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে। তাই যেনতেন নির্বাচন কমিশন গঠন হলে দেশে গণতন্ত্র আসবে না। ’
নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপের উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আওয়ামী লীগ মুখে বলছে রাষ্ট্রপতি যা বলবেন, তা মেনে নেবে। কিন্তু তারা কানে কানে কি বলবে, সেটা কি আমরা কী বুঝি না?’ তিনি বলেন, ‘শুধু নিরপেক্ষ এবং স্বাধীন কমিশন হলেই নির্বাচন সুষ্ঠু হবে না। বরং নির্বাচনকালীন সহায়ক সরকার অর্থাৎ, নির্দলীয় সরকার থাকতে হবে। অন্যথায় নারায়ণগঞ্জের মতো নির্বাচন হবে। ’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।
Be the first to comment on "এভাবে চলতে পারে না, এর বিহিত করতেই হবে: খালেদা"