নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মকর্তারও নতুন বেতন কাঠামো অনুযায়ী রোজার ঈদের উৎসব ভাতা পাবেন।
আজ রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে গত বছরের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার।
বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখের মত শিক্ষক-কর্মকর্তা এমপিও পাচ্ছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।
Be the first to comment on "এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস নতুন কাঠামোয়"