শিরোনাম

ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে কারণ দর্শানোর রুল

নিজস্ব প্রতিবেদক : জাল টাকাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে সঠিক আইনে মামলা না করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে হাটহাজারী থানার তৎতালিন ওসি ও চট্রগ্রাম জেলা মামলার (তদন্তকারী) গোয়েন্দা সংস্থার কর্মকর্তা শাহাদাত হোসেন খানকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক আসামির জামিন শুনানির সময় হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির জামিন নিয়ে রুল জারি করে এই আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান  সাংবাদিকদের এ তথ্য জানান। আদালতে আসামির পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আমজাদ হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে কারণ দর্শানোর রুল"

Leave a comment

Your email address will not be published.


*