নিজস্ব প্রতিবেদক : জাল টাকাসহ গ্রেফতার আসামির বিরুদ্ধে সঠিক আইনে মামলা না করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে হাটহাজারী থানার তৎতালিন ওসি ও চট্রগ্রাম জেলা মামলার (তদন্তকারী) গোয়েন্দা সংস্থার কর্মকর্তা শাহাদাত হোসেন খানকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক আসামির জামিন শুনানির সময় হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির জামিন নিয়ে রুল জারি করে এই আদেশ দেন। সহকারী অ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। আদালতে আসামির পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আমজাদ হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান।
Be the first to comment on "ওসিসহ দুই পুলিশের বিরুদ্ধে কারণ দর্শানোর রুল"