নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ দালালসহ ৭০ জন অনুপ্রবেশকারি রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় আটককৃত দালালরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার অলি আহমদের ছেলে মোহাম্মদ সরওয়ার (১৮) ও কুতুপালং নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (২৯) এবং টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে ওসমান গণি (৩২) ও হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার শাহ আলম (২৭)।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, বুধবার ভোর রাতে উখিয়ার থাইংখালী সীমান্ত দিয়ে বেশকিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করে ঝোপ-জঙ্গলে আত্মগোপন করে। খবর পেয়ে পুলিশ পালংখালীর থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৬২ জন রোহিঙ্গা এবং দুজন দালালকে আটক করে।
তিনি আরও জানান, টাকার বিনিময়ে আটক রোহিঙ্গাদের অনুপ্রবেশ করে নিয়ে আসে এই দালালরা।
উখিয়ায় আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ৩৪ জন শিশু রয়েছে। এদের প্রত্যেকের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার জাম্বুনিয়া গ্রামের বাসিন্দা।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বলেন, বুধবার ভোর রাতে সীমান্তের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা দিয়ে দালালদের সহযোগিতায় কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। খবর পেয়ে অভিযান চালিয়ে ৮ জন রোহিঙ্গা ও দুজন দালালকে আটক করা হয়।
Be the first to comment on "কক্সবাজারে পৃথক অভিযানে ৪ দালালসহ ৭০ রোহিঙ্গা আটক"