রাশেদ জামান, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়ায় ওয়ানডে ক্রিকেটের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাসহ করোনা ভাইরাসে আক্রান্ত দেশের সকল মানুষের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২৭ জুন) লোহাগড়া প্রেসক্লাবের আয়োজনে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রসুল। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আব্দুস ছালাম খান, সহসভাপতি রেজাউল করিম, বিপ্লব রহমান, সাধারণ সম্পাদক বদরুল আলম টিটো, অর্থ সম্পাদক তানভীর আহম্মেদ রুবেল, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, নির্বাহী সদস্য মারুফ সামদানী, সৈয়দ খায়রুল আলম, গোলাম কিবরিয়া, কাজী খসরুজ্জামান লিটন ও মোস্তফা কামালসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
করোনা আক্রান্ত মাশরাফিসহ সকলের রোগমুক্তি কামনায় লোহাগড়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Be the first to comment on "করোনা আক্রান্ত মাশরাফিসহ সকলের রোগমুক্তি কামনায় লোহাগড়া প্রেসক্লাবে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত"