শিরোনাম

‘কাশ্মীরের ৩৮ হাজার বর্গকিলোমিটার জমি চীনের দখলে’

নিউজ ডেস্ক : জম্মু-কাশ্মীরের প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার জমি চীনের দখলে রয়েছে বলে ভারতীয় রাজ্যসভায় জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত জেনারেল ভি কে সিং। তিনি আরও বলেন, ১৯৬৩ সালের ২ মার্চ দু’দেশের মধ্যে স্বাক্ষর হওয়া কথিত চীন এবং পাকিস্তান সীমান্ত চুক্তি অনুসারে পাকিস্তান অবৈধভাবে নিজেদের অধিকৃত কাশ্মীরের ৫,১৮০ বর্গকিলোমিটার ভারতীয় ভূখণ্ড চীনকে ব্যবহার করতে দেয়।
ভারতীয় সংবাদ মাধ্যম কলকাতা টোয়েন্টিফোর জানায়, এখানেই শেষ নয়, জেনারেল সিং বলেন, “জম্মু-কাশ্মীর ভারতের অখণ্ড এবং অবিচ্ছেদ্য অঙ্গ’। খাতায় কলমে তো বটেই, চীনা প্রশাসনকেও বিভিন্ন সময়ে স্পষ্টভাবে তা বুঝিয়ে দেওয়া হয়েছে। এমনকি সর্বোচ্চ স্তরেও। তারপরও চীন অন্যায়ভাবে কাশ্মীরের ওইসব জমি দখল করে বসে রয়েছে।
এক লিখিত প্রশ্নের জবাবে ভি কে সিং বলেন, ভারত প্রতিবেশি চীনের সঙ্গে নিজেদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে থাকে। চীনের সঙ্গে বর্তমান সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, “২০১৪ সালের সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের ভারত সফরের সময় উভয়পক্ষ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সম্পর্ক প্রসারিত ও গভীর করতে নিবিড় উন্নয়নে অংশীদারিত্বে সম্মত হয়। এরপর চীনা প্রেসিডেন্ট ২০১৬ সালের ১৫/১৬ অক্টোবরে ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ভারতে আসেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দুই নেতাই গত ৪ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনের সময় এবং চলতি বছরের ২৩ জুন তাসখন্দে এসসিও শীর্ষ সম্মেলনের সময়ও সাক্ষাৎ করেন।”
ওই সব সাক্ষাতের সময় উভয়পক্ষ একে অন্যের স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতি পারস্পারিক সংবেদনশীলতার ভিত্তিতে নীবিড় উন্নয়নে অংশীদারিত্ব শক্তিশালী করতে সম্মত হয় বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘কাশ্মীরের ৩৮ হাজার বর্গকিলোমিটার জমি চীনের দখলে’"

Leave a comment

Your email address will not be published.


*