নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিন কিউবার সমাজতন্ত্রের নায়ক ৯০ বছর বয়সে মারা যাওয়া ফিদেল কাস্ত্রোর প্রশংসা করে বলেছেন, তিনি ‘একটি যুগের প্রতীক’। ক্রেমলিনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোকে এক টেলিগ্রামে পুতিন বলেন, ‘এই প্রখ্যাত রাষ্ট্রনায়ক যথার্থই আধুনিক বিশ্ব ইতিহাসের একটি যুগের প্রতীক হিসেবে বিবেচিত হন।’
টেলিগ্রামের উদ্ধৃতি দিয়ে ক্রেমলিন বলেছে, ‘ফিদেল কাস্ত্রো রাশিয়ার একজন অকৃত্রিম ও নির্ভরযোগ্য বন্ধু ছিলেন।’
কাস্ত্রো একটি যুগের প্রতীক : পুতিন

Be the first to comment on "কাস্ত্রো একটি যুগের প্রতীক : পুতিন"