নিউজ ডেস্ক: কক্সবাজারের কুতুবদিয়ায় জোয়ারের পানিতে ভেসে চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের মনসুর আলীর ডেইল হাজী পাড়ায় এ ঘটনা বলে কুতুবদিয়া থানার ওসি অংসা থুয়াই জানান।
এরা হল, হাজী পাড়ার আক্তার হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন (৭), আবুল হোসেনের মেয়ে নয়ন মনি (১০), কামাল‘ হোসেনের মেয়ে সুমি আক্তার (৭) ও কায়সার হামিদের মেয়ে প্রিয়া মনি (৫)।
ওসি অংসা বলেন, “রোয়ানুর আঘাতে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ডেইল হাজী পাড়ায় ঢুকেছিল। সেই পানিতে চার শিশু ভেসে যায়। সন্ধ্যায় তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”
চার শিশুর পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ১৫ হাজার টাকা ও এক বস্তা করে চাল অনুদান দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Be the first to comment on "কুতুবদিয়ায় জোয়ারে ভেসে ৪ শিশুর মৃত্যু"