নিউজ ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে তাহলে খেলা হচ্ছে না আনহেল দি মারিয়ার? সেই শঙ্কাই জেগেছে। আর্জেন্টিনার এই মিডফিল্ডার ইনজুরি থেকে সেরে ওঠার পথেই আবার ইনজুরিতে পড়েছেন। চিলির বিপক্ষে ২৭ জুনের ফাইনালে তার খেলা তাই আবার অনিশ্চিত হয়ে পড়লো। ২০১৪ বিশ্বকাপের ফাইনালও ইনজুরির কারণে মিস করেছিলেন দি মারিয়া।
আর্জেন্টিনার মাঝ মাঠ আরো সুসংগঠিত হয়ে যায় দি মারিয়ার উপস্থিতিতে। এবারের শতবর্ষ উদযাপনের কোপার প্রথম দুই ম্যাচে প্রভাব রেখেই সাইড বেঞ্চে বসে যেতে হয় তাকে। পেশির ইনজুরিতে পড়েছেন দ্বিতীয় ম্যাচে। এরপর বলিভিয়া, ভেনিজুয়েলা ও স্বাগতিক যক্তরাষ্ট্রকে হারিয়ে ফাইনালে উঠে আসে আর্জেন্টিনা। এই তিন ম্যাচে খেলা হয়নি দি মারিয়ার।
প্যারিস সেন্ত জার্মেই তারকা দি মারিয়ার ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী ছিলেন কোচ তাতা মার্তিনো। বৃহস্পতিবার দলের সাথে অনুশীলন শুরু করলেন তিনি। কিন্তু ট্রেনিং সেশন শেষ করা হয়নি। তার এই ইনজুরি আর্জেন্টিনার জন্য বড় আঘাত। ২৩ বছর পর কোপার শিরোপা জেতার টার্গেট তাদের। গেলো বছর ফাইনালে এই চিলির বিপক্ষে হারাতেই তা হয়নি। কিন্তু ফাইনালে তারা পাচ্ছে না ফরোয়ার্ড ইজেকুয়েল লাভেজ্জিকে। নিকোলাস গাইতান ও মার্কোস রোহোর ইনজুরি সমস্যা পুরো সারেনি। তাই অনিশ্চিত তারাও। মিডফিল্ডার অগাস্তো ফার্নান্দেজও খেলতে পারবেন না ইনজুরির কারণে।
Be the first to comment on "কোপা আমেরিকার ফাইনালে খেলা হচ্ছে না দি মারিয়ার"