নিউজ ডেস্ক : স্কুলে চুরির ঘটনা তো মাঝে মধ্যেই ঘটে। দরজা-জানলা ভেঙে সবকিছু নিয়ে উধাও হয় দুষ্কৃতিকারীরা। তাই বলে চুরি শেষে স্কুলের অফিসে তিনটি কুমির ছেড়ে দিয়ে পালাল চোরেরা! হ্যাঁ, এমন ঘটনাই ঘটেছে অস্ট্রেলিয়ার একটি স্কুলে।
স্কুলের ওপর বেজায় রাগ। রাগ মেটাতে তাই স্কুলের উপর চড়াও হয় চার দুষ্কৃতী। প্রথমে অফিসের দরজার কাঁচ ভাঙল। তারপর দরজা ভেঙে ঢুকে পড়ল চারজন। মুখ তাদের ঢাকা। অবাধে চলল ভাঙচুর। পালানোর আগে তুলে নিয়ে গেল অফিসের কম্পিউটারও। কিন্তু এখানেই শেষ নয়। তছনছ করা অফিস ঘরে ছেড়ে দিল তিনটি কুমির।
মুখে টেপ এঁটে তাদের নিয়ে এসেছিল চার দুষ্কৃতী। ভাঙচুর করে পালাবার সময় তাদের অফিসঘরেই ফেলে রেখে যায়। গোটা ঘটনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ার হাম্পটি ডু-র ওই স্কুলের সিসিটিভিতে। কুমিরগুলিকে উদ্ধার করে বনকর্মীদের হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু স্কুলের ওপর কেন এত রাগ? কেনই বা এমন বিচিত্র হামলা? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।
সূত্র: জি নিউজ
Be the first to comment on "ক্ষোভে স্কুলে কুমির ছেড়ে পালালো চোর!"