নিউজ ডেস্ক : জানেন এ দেশে চুমু খাওয়া বেআইনি? এর জন্য আপনার জেল-জরিমানা হতে পারে! ভাবছেন, ভারতে এমন আইন আবার কবে চালু হল! ইদানীং কালে তো সিনেমার বাইরেও খোলামেলা আলিঙ্গন বা চুম্বনের ক্ষেত্রে অনেকটাই সাহসী হয়েছে এই দেশ। অতীতেও এ দেশে চুম্বনে কোনও রকম আইনি বাধা-নিষেধ ছিল না। যা ছিল তা হল, সামাজিক সঙ্কোচ। এ বার শুনলে হয়তো আরও অবাক হবেন, ভারতে নয়, চুমু খাওয়া বেআইনি খোদ মার্কিন মুলুকে! হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদায় রয়েছে এই অদ্ভুত আইন। এই আইনে বলা রয়েছে, ‘আপনার যদি গোঁফ থাকে, তা হলে আপনি চুমু খেতে পারবেন না।’ অর্থাত্, চুমু আপনি খেতেই পারেন, কিন্তু গোঁফ রাখা চলবে না কিছুতেই। ভাগ্যিস নাগার্জুন, অনিল কপূররা নেভাদায় থাকেন না!
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Be the first to comment on "গোঁফ থাকলে…"