নিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুই ঘাটের ১৬টি ফেরির সব কটিই কুয়াশার কারণে আটকা পড়েছে।
দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ মিয়া জানান, বৃহস্পতিবার গভীর রাতে কুয়াশা পড়তে শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে নদীপথ সম্পূর্ণ ঢেকে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
তিনি বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ১৬টি ফেরির সব কটিই কুয়াশার কারণে আটকা পড়েছে। পাটুরিয়া ঘাটে ছয়টি, দৌলতদিয়ায় পাঁচটি ও মাঝ নদীতে পাঁচটি ফেরি যাত্রীসহ যানবাহন নিয়ে আটকা পড়েছে।
ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া পারে প্রায় ৩০০ ও পাটুরিয়া পারে প্রায় ২০০ যানবাহন পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

Be the first to comment on "ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ"