নিউজ ডেস্ক : চট্টগ্রাম ও এর আশপাশ এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার বেলা ১২টা ২৯মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চট্টগ্রাম থেকে ২৫ কিলোমিটার উত্তরে ভারতের মিজোরামে এবং ভূ-পৃষ্ঠ থেকে ৪১.৯ কিলোমিটার গভীরে।
এদিকে, চট্টগ্রামের পাশাপাশি এর পার্শ্ববর্তী এলাকায়ও (রাঙামাটি, সীতাকুণ্ড, ফেনী) মৃদু কম্পন অনুভূত হয়েছে।
Be the first to comment on "চট্টগ্রামে ৪.৭ মাত্রার ভূমিকম্প"