নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অধিভুক্ত সি-৩ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ শনিবার সকালে এ ফলাফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল পাওয়া যাচ্ছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, পাস করেছেন ৪৯৭ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫৭৫৮ জন। এদিকে ব্যবসায় প্রশাসন অনুষদের অধিভুক্ত সি-৩ ইউনিটের মেধাতালিকা অনুসারে উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে। মেধাক্রম অনুসারে ৮৪ দশমিক ৮২ থেকে ৬৭ দশমিক ২৪ নম্বরধারী শিক্ষার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে।
২৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অফিসে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এ ছাড়া ওই দিন ৬৭ দশমিক ২১ থেকে ৬২ দশমিক ৭৫ পর্যন্ত প্রাপ্ত ১৫০ জনকেও সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হয়েছে। তাদের সাক্ষাৎকারও একই সময়ে বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং বিভাগের সভাপতি কক্ষে অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে বলা হয়েছে। এর আগে ৩১ অক্টোবর ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে সি-৩ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে অভিযোগ উঠে প্রশ্নে মধ্যেই উত্তর ঝাপসা করা ছিল।
এরপর প্রশ্নপত্রে উত্তর চিহ্নিত ছিল অভিযোগ করে বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। পরে পরীক্ষার সাক্ষাৎকার স্থগিত করে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. ফরিদ উদ্দীন আহমদ ও সহকারী প্রক্টর হেলাল উদ্দীন চৌধুরীকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রশ্ন জালিয়াতির বিষয়টিকে কারিগরি ভুল বলে আখ্যায়িত করে পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী শুক্রবার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "চবির সি-৩ ইউনিটের ফল প্রকাশিত"