নিউজ ডেস্ক : পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী কিসমত বেগকে দিনে-দুপুরে দুর্বৃত্তরা গুলি করে আহত করে। তার অবস্থা আশংকাজনক ছিল। পরে বৃহস্পতিবার বিকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর দ্য ডন অনলাইনের।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লাহোরে কিসমত বেগকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে আহত করেছে।
তিনি অন্য এক ব্যক্তির সঙ্গে কার গাড়িতে লাহোরে বেড়াতে বের হয়েছিলেন। মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি তাদের গুলি করে পালিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিসমত বেগকে অপরারেশন করা হয়। তবে পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার সঙ্গে থাকা ব্যক্তিও গুলিতে আহত হয়েছেন।
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাক অভিনেত্রী কিসমত বেগ

Be the first to comment on "চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পাক অভিনেত্রী কিসমত বেগ"