শিরোনাম

চীনে বিদ্যুৎ কেন্দ্র ধসে অন্তত ৪০ জন নিহত

নিউজ ডেস্ক : চীনে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রের একটি অংশ ধসে পড়ে বৃহস্পতিবার অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা একথা জানিয়েছে।
সর্বশেষ দুর্ঘটনাটি দেশের শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা ব্যবস্থার করুণ চিত্রই তুলে ধরল।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভোর বেলা কুলিং টাওয়ারের প্লাটফর্ম মাটিতে ধসে পড়ে। এতে অজ্ঞাত সংখ্যক লোক এর নীচে চাপা পড়ে। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চলছে।
ছবিতে উদ্ধার কর্মীদের কমলা রঙের কাপড়ে মুড়ে ঘটনাস্থল থেকে স্ট্রেচারে করে লাশগুলো উদ্ধার করে আনতে দেখা গেছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
জিয়াংজি প্রদেশের দমকল বিভাগ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে দমকল বাহিনীর ৩২টি ট্রাক ও ২১২ সৈন্য মোতায়েন করা হয়েছে।
এর আগে সিনহুয়া জানিয়েছিল, ৪০ জনের বেশি লোকের মৃত্যু নিশ্চিত হয়েছে।
সংবাদ সংস্থাটি আরো জানায়, এই ঘটনায় গুরুতর আহত ৫ জন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ৬৮ জন ছিল।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "চীনে বিদ্যুৎ কেন্দ্র ধসে অন্তত ৪০ জন নিহত"

Leave a comment

Your email address will not be published.


*