শিরোনাম

জঙ্গিরা সরকারেরই সৃষ্টি : রিজভী

নিউজ ডেস্ক: ‘জঙ্গিরা সরকারেরই সৃষ্টি’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিএনপিকে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত করার জন্যই সরকার নিজেই জঙ্গি সৃষ্টি করে দেশব্যাপী খুনোখুনি করাচ্ছে।’ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই সারাদেশে গডফাদার তৈরি করে অভিযোগ করে রহুল কবির রিজভী বলেন, ‘বর্তমানে দেশে প্রতিটি জেলা-উপজেলায় গডফাদার তৈরি হয়েছে। এরা অধিকাংশই এখন ভোটারবিহীন সরকারের মন্ত্রী-এমপি। তাই শাসকদলের অস্ত্রের ঝনঝনানীতে সারাদেশ আজ প্রকম্পিত।’

তিনি বলেন, ‘সরকার জঙ্গিবাদের নেটওয়ার্ক উচ্ছেদে অনাগ্রহী বলেই জঙ্গিরা নির্বিঘ্নে তাদের অপতৎপরতা চালু রেখেছে। জঙ্গিদমনের নামে জনগণের ওপর বেপরোয়া ক্র্যাকডাউন চালানোর পরও উগ্রবাদীদের তৎপরতা কোনো অংশে কমেনি।’

ফাহিমের জন্য খালেদা জিয়ার মায়া কান্না প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘রিমান্ডে থাকা অবস্থায় ফাহিম বন্দুক পেল কোথায়? বন্দুকযুদ্ধ করল কিভাবে? এটা সাজানো। একটি সরকারে যখন অবৈধ স্বত্তা থাকে, গ্রহণযোগ্যতা বিহীনভাবে ক্ষমতায় টিকে থাকতে জনদৃষ্টি সরিয়ে জঙ্গি, জঙ্গি নিয়ে ব্যস্ত থাকে। তাছাড়া একদলীয় সরকারের ধরনের সঙ্গে জঙ্গিদের কার্যাক্রমে মিল পাওয়া যায়। তাই শেখ হাসিনার সরকার আর জঙ্গি হুবুহুবু মিলে যায়।’

‘সারাদেশে বছরব্যাপী যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে তার কোনটির সুনির্দিষ্টভাবে হত্যাকারীকে গ্রেফতার করতে পারেনি সরকার। প্রত্যেকটি হত্যাকাণ্ডই এখনো রহস্যঘেরা’, যোগ করেন তিনি।

রিজভী বলেন, ‘অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যান্ত সরকারি বন্দিশালায় কোনো বন্দিকে হত্যা করা হলে তার জন্য সম্পূর্ণরুপে দায়ী সেই সরকার। মানুষ খুনের অভিযোগে সরকারের নির্দেশদাতা এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে হত্যা মামলা হবেই, এটাই দেশ ও বিদেশের সর্বস্বীকৃত বিধান।’

বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দলের যারা নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এমনটাও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জঙ্গিরা সরকারেরই সৃষ্টি : রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*