জন কেরির ঢাকা ত্যাগ করলেন

নিউজ ডেস্ক :  একদিনের সফর শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা ত্যাগ করেছেন। তিনি দিল্লির উদ্দেশে বিশেষ বিমান নিয়ে সন্ধ্যা সাড়ে ৫টার পর ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে বিমানবন্দরে বিদায় জানান।

২০১২ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সফরের চার বছর পরে যুক্তরাষ্ট্রের কোনও পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করলেন।

আজ সোমবার সকালে ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন। এরপর বিকালে বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

সন্ধ্যায় বিদায় নেওয়ার আগে বারিধারায় মার্কিন দূতাবাসে তিনি বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "জন কেরির ঢাকা ত্যাগ করলেন"

Leave a comment

Your email address will not be published.


*