শিরোনাম

জলবায়ু সহায়তায় কমনওয়েলথের নতুন তহবিল

নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঝুঁকিতে থাকা ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য নতুন একটি তহবিল চালু করেছে কমনওয়েলথ। মঙ্গলবার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই তহবিল উদ্বোধন করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। মৌরিশাসের প্রধানমন্ত্রী আনিরুদ জগনাথও এ সময় উপস্থিত ছিলেন। দ্য কমনওয়েলখ ক্লাইমেট ফাইন্যান্স অ্যাকসেস হাব নামের এই তহবিলে ২০২০ সাল নাগাদ বছরে ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে কমনওয়েলথের এক বিবৃতিতে বলা হয়েছে।
প্যারিস জলবায়ু চুক্তির কয়েক মাসের মাথায় নতুন এই তহবিল চালু করা হল। কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলোও (৫৩টি সাবেক ব্রিটিশ উপনিবেশ) অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে ওই চুক্তিতে সই করে। নিউ ইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ ঐতিহাসিক ওই চুক্তি অনুসমর্থন করবে। ৫৫টি দেশের সম্মতি এলেই চুক্তিটি কার্যকর হবে।
নতুন জলবায়ু তহবিল নিয়ে কমনওয়েলথ মহাসচিব স্কটল্যান্ড বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্যারিস চুক্তি কার্যকরের পথে এটা বাস্তবে একধাপ এগিয়ে যাওয়া। প্যারিস চুক্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিতে থাকা দেশগুলোকে সহায়তার জন্য গঠিত তহবিলে দ্রুত প্রতিশ্রুত অর্থ দেওয়ার আহ্বান জানানো হয় শিল্পোন্নত দেশগুলোর প্রতি। মৌরিশাসের রাজধানীর পোর্ট লুইসভিত্তিক নতুন এই তহবিলে মৌরিশাসের সহায়তার বাইরে অস্ট্রেলিয়ার ১০ লাখ ডলার এবং কমনওয়েলথ সচিবালয় থেকে ১০ লাখ পাউন্ড আসছে।
কমনওয়েলথ সচিবালয় বলছে, ২০২০ সাল নাগাদ বছরে ১০০ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত কমনওয়েলথভুক্ত ৩১টি ক্ষুদ্র রাষ্ট্র থেকে ৭২ কোটি ৬০ লাখ ডলার মিলেছে। এসব দেশের জনসংখ্যা ২০ লাখের মধ্যে, যারা জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে।

basic-bank

Be the first to comment on "জলবায়ু সহায়তায় কমনওয়েলথের নতুন তহবিল"

Leave a comment

Your email address will not be published.


*