নিউজ ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন দীর্ঘদিন। কিন্তু জুনিয়রদের থেকে পরামর্শ নিতে কখনোই কুন্ঠাবোধ করেন না শাহরুখ খান। শাহরুখের দরাজ প্রশংসায় অভিনেত্রী আলিয়া ভাট্ট। গৌরি শিন্ডে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শাহরুখ-আলিয়া।
আলিয়া বলেন, মত নেয়ার ক্ষেত্রে শাহরুখ ভীষণই উদারমনস্ক। এমনকী তা যদি জুনিয়ারদের থেকে হয়, তাতেও কুন্ঠিত নন এসআরকে। তিনি আরও বলেন, শাহরুখের সঙ্গে কাজ করার সবচেয়ে বড় সুবিধা হল, কারও সাহায্যের প্রয়োজন কি না, তা তিনি সহজেই বুঝে যান। সমস্যা হলে শাহরুখ নিজেই পাশে এসে দাঁড়ান। আলিয়া জানান, শাহরুখের সঙ্গে অভিনয় তাঁর কাছে প্রথমে কঠিন বলে মনে হয়েছিল। মনে হয়েছিল, কাজটা কষ্টকর হবে। নার্ভাস হয়ে পড়েছিলেন তিনি। কিন্তু শাহরুখ নিজেই সম্পর্কটা সহজ করে নেন। আলিয়ার কোনো সমস্যাই আর হয়নি। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বরই মুক্তি পাবে এই ছবি।
সূত্র: এবিপি আনন্দ
Be the first to comment on "জুনিয়রদের পরামর্শ নিতেও কুন্ঠাবোধ করেন না শাহরুখ: আলিয়া"