নিউজ ডেস্ক : বাংলাদেশের ঝালকাঠিতে দুই বিচারক হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)সদস্য আসাদুল ইসলামের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তাঁর করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আজ রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
২০০৫ সালের ১৪ নভেম্বর জেএমবির আত্মঘাতী বোমা হামলায় ঝালকাঠির দুই বিচারক নিহত হন।
ঘটনাস্থলেই মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ সোহেল আহম্মেদ এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে।
আহত অবস্থায় ধরা পড়েন হামলাকারী জেএমবির সদস্য ইফতেখার হাসান আল মামুন।
চাঞ্চল্যকর এ মামলায় ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন আদালত ।
আজ আসাদুল ইসলামের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করা হলো।
সূত্র : বিবিসি বাংলা
Be the first to comment on "ঝালকাঠির দুই বিচারক হত্যায় জেএমবি সদস্যের মৃত্যুদণ্ড বহাল"