নিউজ ডেস্ক : টঙ্গীবাড়ী উপজেলার আবদুল্লাহপুর পুলঘাটা ব্রীজের ডান পাশের খালের পানিতে ভাসছে এক নব-জাতকের লাশ। শনিবার সকাল ১১টা হতে সন্ধা ৬টা পর্যন্ত ওই পুলঘাটার পাশেই লাশটি ভাসতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে কোন অবৈধ মায়ের সন্তান ওই বাচ্চাটিকে ওই স্থানের পানিতে ফেলে রেখে গেছে।
Be the first to comment on "টঙ্গীবাড়ীতে খালের পানিতে ভাসছে নবজাতকের লাশ"