নিউজ ডেস্ক : সৌম্য সরকারের রংপুর রাইডার্স এবং সাব্বির রহমানের রাজশাহী কিংসের ম্যাচ দিয়ে আবারও ঢাকায় শুরু হলো বিপিএলের শেষ পর্ব। আজ শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় টসে জিতে রাজশাহীকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে রংপুর।
৬ ম্যাচ খেলে ৫টিতে জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সৌম্য-আফ্রিদির রংপুর রাইডার্স। তাদের পয়েন্ট ১০। অন্যদিকে ৬ ম্যাচে মাত্র ২টি জয় নিয়ে সাব্বির-স্যামিদের রাজশাহীর অবস্থা সুবিধাজনক নয়। পয়েন্ট তালিকার ৬ নম্বরে অবস্থান রাজশাহী কিংসের। এমতাবস্থায় দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হবে সাব্বিরদের।
দিনের অপর খেলায় মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বরিশাল বুলস এবং মাহমুদ উল্লাহ রিয়াদের চমক জাগানো দল খুলনা টাইটান্স। খেলাগুলো সরাসরি সম্প্রচার হবে চ্যানেল নাইন এবং সনি সিক্স-এ।
Be the first to comment on "টসে জিতে ফিল্ডিংয়ে রংপুর রাইডার্স"