নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ২২তম ম্যাচে চট্টগ্রামে তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সোমবার (২১ নভেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা পৌনে ৬ টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত চলতি আসরের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে । আসরে ৬ টি ম্যাচে অংশ নিয়ে তারা জয় তুলে নিয়েছেন ২ টিতে। অর্জন করেছেন ৪ পয়েন্ট।
এদিকে চিটাগাংয়ের মতো সমান সংখ্যক ম্যাচ খেলে মাত্র একটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে কুমিল্লা।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফিদের

Be the first to comment on "টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত মাশরাফিদের"